গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার ভরতখালী উল্ল্যা বাজার মুক্তিযোদ্ধা চত্বরে ইনফো-সরকার প্রকল্পের অর্থায়নে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে থৈকরের পাড়া আইসিএম ক্লাব কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) হিসেবে পরিচালনার জন্য শুক্রবার বিকেলে আইসিটি উপকরণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ মাননীয় ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাভোকেট ফজলে রাব্বী মিয়া, এমপি। তিনি বলেন কৃষির উন্নয়নের সাথে দেশের উন্নয়ন পারদ উঠানামা করে। দেশের মানুষ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। আবার প্রাকৃতিক দুর্যোগসহ জলবায়ু পরির্বতনের ফলে কৃষির উৎপাদনে সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার গ্রাম পর্যায়ে এআইসিসি স্থাপন করে যাচ্ছে। তিনি আরো বলেন এআইসিসি স্থাপনের ফলে কৃষকদের আর কৃষি আফিসে যেতে হবে না, আফিস তার বাড়ির দোঁড়গোড়ায় পৌঁছে গেছে। আগামিতে এমন সময় আসবে মানুষকে আর কোন অফিসে যেতে হবে না। তিনি আরও বলেন আমাদের দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনা সরকার খাদ্য রপ্তানিসহ বিদেশে সাহায্যের জন্য ত্রাণ হিসেবে খাদ্য পাঠাচ্ছে। তিনি এআইসিসি মালামালে সঠিক ব্যবহারের করার পরামর্শ প্রদান করেন এবং এআইসিসি সুবিধা এলাকার সবার নিকট পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে আইসিটি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা জেলার উপপরিচালক কৃষিবিদ আ.ক.ম রুহুল আমিন ও সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম গোলাম শহীদ রঞ্জু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাঘাট উপজেলা কৃষি অফিসার একেএম মুবিনুজ্জামান। অনুষ্ঠানে সাঘাটা উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকতা, মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি আফিসার, এআইসিসি সদস্য, এলাকার কৃষক-কৃষাণিসহ প্রায় এক হাজার লোকজন উপস্থিত ছিলেন।